লজ্জা শুধু নারীরই নয়, পুরুষেরও ভূষণ | লজ্জা নারীর নয়, রাজনীতির ভূষণ হওয়া উচিত

Estimated read time 1 min read

লজ্জা শুধু নারীরই নয়, পুরুষেরও ভূষণ

আবু মাসউদ বদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে এ কথা জেনেছে যে ‘যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তা-ই করো। ’ (সহিহ বুখারি, হাদিস : ৫৭৬৯)

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, এই হাদিসের ব্যাখ্যা দুইভাবে করা যায়—এক. কাজ ও তার নির্ধারিত ফলাফল বিষয়ক। অর্থাৎ যার লজ্জা নেই সে যা ইচ্ছা করতে পারে।

দুই. তা সীমা ও অনুমোদন সংক্রান্ত আদেশ।অর্থাৎ যে কাজ তুমি করতে ইচ্ছা পোষণ করছ, সেদিকে খেয়াল করো, যদি তা লজ্জাজনক না হয় তবে তা করো। আর প্রথম মতটি সঠিক এবং  বেশির ভাগের মত।

লজ্জা কেন নারী-পুরুষ উভয়ের নিদর্শন

বাঙালি সমাজে ‘লজ্জা নারীর ভূষণ’ কথাটি প্রচলিত। ইসলাম নারীকে লজ্জা ও শালীনতার ব্যাপারে বিশেষ তাগিদ দিলেও তা নারী ও পুরুষ উভয়ের ভূষণ আখ্যা দিয়েছে।

ইসলামী জীবন বিধানে নারী-পুরুষ উভয়ের জন্য শালীন ও লজ্জাশীল জীবন যাপন করা আবশ্যক। নিম্নে তার কয়েকটি কারণ উল্লেখ করা হলো—

লজ্জা ঈমানের নিদর্শন

ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এক আনসারির কাছ দিয়ে যাচ্ছিলেন। সে অপর এক ব্যক্তিকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিল। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তাকে ছাড়ো! কেননা লজ্জা ঈমানের অংশ। ’ (আল জামিউ বাইনাস সাহিহাইন, হাদিস : ১২৭৩)
আর ঈমানের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই।

লজ্জা মানবের ভূষণ

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো কিছুতে অশ্লীলতা তাকে শুধু কলুষিত করে আর কোনো কিছুতে লজ্জা তাকে শুধু সৌন্দর্যমণ্ডিত করে। ’ (মুসনাদে আহমদ, হাদিস : ১২৬৮৯)

এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) নারী ও পুরুষের ভেতর কোনো ধরনের পার্থক্য না করেই তা সাধারণভাবে মানুষের ভূষণ হিসেবে উল্লেখ করেছেন।

লজ্জা প্রতিপালকের গুণ

মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত লজ্জাশীল ও অন্তরালকারী। তিনি লজ্জা ও অন্তরালে থাকতে পছন্দ করেন। ’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪০১৪)

লজ্জা হলো ইসলামের প্রকৃতি

রাসুলে আকরাম (সা.) বলেন, ‘প্রতিটি ধর্মের একটি বিশেষ স্বভাব আছে। আর ইসলাম ধর্মের বিশেষ স্বভাব হলো লজ্জা। ’ (মুয়াত্তায়ে মালেক, হাদিস : ৩৩৫৯)

এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়, লজ্জা নারী-পুরুষ উভয়ের জন্য আবশ্যক।

যেসব ক্ষেত্রে লজ্জা নিন্দনীয়

এক. জ্ঞানান্বেষণে লজ্জা : আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জ্ঞানান্বেষণে লজ্জা না করায় আনসারি নারীদের প্রশংসা করে বলেন, ‘আনসারি মহিলারা কতই না উত্তম! লজ্জা কখনো তাদের ধর্মের বিষয়ে জ্ঞানান্বেষণে বিরত রাখতে পারে না। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৭৭২)

মুজাহিদ (রহ.) বলেন, ‘লজ্জাশীল ও অহংকারী ব্যক্তি ইলম অর্জন করতে পারে না। ’ (ইকাজুল ইফহামি ফি শরহি উমদাতুল আহকাম : ৪/৫০)

দুই. সত্য কথা বলা বা প্রকাশ করার ক্ষেত্রে লজ্জা : আল্লাহ তাআলা বলেন, ‘কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা বোধ করেন না। ’ (সুরা : আহজাব, আয়াত : ৫৩)

আল্লামা ইবনে হাজর (রহ.) বলেন, ‘এমন কথা বলা যাবে না যে লজ্জাশীলতা ব্যক্তিকে সত্য প্রকাশ করতে অথবা ন্যায় কাজ করতে বাধা দেয়। কেননা তা শরিয়তসম্মত নয়। ’ (কুররাতুল আইন : ১/২০)

আল্লামা ইবনে রজব (রহ.) বলেন, ‘নিশ্চয়ই অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, লজ্জা একটি প্রশংসনীয় বিষয়। লজ্জা এমন চরিত্র-উদ্দেশ্য, যা অতি সুন্দর কাজ করতে এবং গুনাহর কাজ পরিহার করতে আগ্রহ সৃষ্টি করে। তবে যখন কোনো ব্যক্তির দুর্বলতা ও অক্ষমতা আল্লাহর হক অথবা বান্দার হক আদায়ের মধ্যে সংক্ষেপ করাকে আবশ্যক করে, তখন তা লজ্জার অন্তর্ভুক্ত হবে না। কেননা তা হলো দুর্বলতা, শক্তিহীনতা, অপারগতা ও লাঞ্ছনা। ’ (জামিউল উলুম ওয়াল হিকাম : ২১/৬)

লজ্জা নারীর নয়, রাজনীতির ভূষণ হওয়া উচিত

লজ্জা নারীর ভূষণ বলে আমরা জানি, তাই নারীদের লজ্জা পেতেও দেখি। এটাই ট্রডিশান হয়ে আসছে। দেখে অভ্যস্থ সবাই। নারী বিশেষ বয়সে কথায় কথায় লজ্জায় লাল হয়ে যায়, আর সারা জীবনই লজ্জায় নিজের অধিকারটুকুও প্রতিষ্ঠা করতে পারে না। কাজেই লজ্জা নারীর জন্যে ভূষণ না হয়ে একটি প্রতিবন্ধকতাও মনে হতে পারে। বুক ফাটে তো মুখ ফোটে না। যা তার প্রয়োজন তা সে মুখ ফুটে চাইতে পারে না। সমাজকে ভয়, পরিবারকে ভয়, তার মনের মধ্যে যে বাঘ আছে তা লজ্জা রূপে ফুটে ওঠে। অনুসন্ধান করলে দেখা যাবে হয়তো এই কারণে জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ও সামাজিক অনেক সুচকে নারী পিছিয়ে থাকে। যেমন নারীদের মধ্যে পুষ্টিহীনতা, অসুস্থ্য হলে চিকিৎসা না পাওয়া, পয়ঃনিস্কাশনের ব্যবস্থা না থাকলেও কিছু বলতে না পারা – এ রকম অনেক উদাহরণ দেয়া যাবে। নারীর মধ্যে লজ্জা না থাকলে সে হয়তো অনেক কিছু ‘আদায়’ করতে পারতো।

কিন্তু তার মানে কি এই যে আমরা নারীকে ‘নির্লজ্জ” হবার পরামর্শ দিচ্ছি? না, সেটা মোটেও নয়। লজ্জা বাদ দিলেই সব অর্জন হবে না। নারী নির্লজ্জ হবে না, এটা তার ভূষণ। নারী তার এই ভূষণ বজায় রেখেই অধিকার আদায় করবে। কিন্তু আমরা বলছি, লজ্জা শুধু নারীর নয়, পুরুষেরও ভূষণ হওয়া দরকার। লজ্জা সকল মর্যাদাশীল মানুষের ভূষণ। পুরুষ নির্লজ্জ হলে পরিবার ধ্বংস হয়। সে তার স্ত্রীর অধিকার হরণ করে, মা-বাবার প্রতি দায়িত্বহীন হয় এবং নিজ কর্মক্ষেত্রে দুর্নীতিবাজ এবং স্বেচ্ছাচারী হয়। শরম থাকার অর্থ এই নয় যে তাকে মুখ ঢেখে রাখতে হবে, বা কথা বলা বন্ধ করতে হবে। শরম থাকা মানে তাকে দায়িত্ববান হতে হবে। একইভাবে নারী তার অধিকার রক্ষা করতে গিয়ে নির্লজ্জ হবে না, বরং লজ্জাহীনতার সংস্কৃতি থেকে নিজেকে মুক্ত করে পুরুষকেও শরমের ধরম শেখাবে। জানি এই আলোচনা কঠিন, এবং এতে অনেকেই বিরক্ত হতে পারেন। তবুও বলছি।

কিন্তু এখনকার সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদদের নির্লজ্জতা। এই নির্লজ্জতা পোশাকের নয়, আচরণের এবং কথার। মুখে যা আসছে রাজনীতিবিদরা তাই বলছেন। প্রতিপক্ষের প্রতি তাদের আচরণ এমন অশালীন পর্যায়ে যাচ্ছে যে তা চোখে দেখা যায় না। চোখ মুখের ভাবভঙ্গীতে অশালীনতা। ক্ষমতাশীন হওয়ার অর্থ যদি হয় নির্লজ্জ হওয়া তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় গেলে নির্লজ্জ হয়ে যায় তাদের ক্ষমতায় বসাবার দরকার নেই। একই রাজনীতিবিদ সকালে এক কথা বলছেন, বিকালে আর এক কথা বলছেন। একই সরকারের মন্ত্রী একে অপরের কথার বিপরীত কথা বলছেন। পরে ঠিকই দেখা যাচ্ছে তারা যা বলেছেন তা ঠিক ছিল না, ভুল ছিল, মিথ্যা ছিল, তথ্য গোপন করা হয়েছিল। কিন্তু তারপরেও একজন রাজনীতিবিদ বা মন্ত্রীকে লজ্জিত হতে, বা শরমিন্দা হতে দেখছি না। সরকারের ভুলের কারণে বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে লঞ্চের মানুষ ডুবে মরছে, গার্মেন্ট শ্রমিক পুড়ে মরছে, ভবন ধ্বসে মরছে। বাসে করে যেতে গিয়ে লাশ হতে হচ্ছে। কিন্তু কেউ লজ্জিত নয়, কেউ শরমিন্দা নয়, কেউ দুঃখিত নয়!

Chat On WhatsApp

Please Contact with us for more details.
Our Services

Phone : +8801566058831
WhatsApp :�wa.me/8801933307999
Skype : azadarch
Our Website : www.azadservice.com
Telegram for more information : https://t.me/Azadservice
Email US : azadarc@gmail.com
Youtube :� https://www.youtube.com/@DropshippingService?sub_confirmation=1
Virtual Assistant : www.azadservice.com/category/virtual-assistant/
Facebook Groups : https://www.facebook.com/groups/854505676275341/
Facebook Page : https://www.facebook.com/independentservice.today
Linkdin :� https://www.linkedin.com/in/azadservice/
Instagram : https://www.instagram.com/azadservicebd/

Pinterest : https://www.pinterest.com/azadservice/

Twitter.: https://twitter.com/azadservicebd

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours