মুগ্ধকে স্মরণ করে ফাইভারের স্ট্যাটাস 

Estimated read time 1 min read

কোটা সংস্কার আন্দোলনে চলাকালে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্বরণ করেছে ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেস ফাইভার।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফাইভারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়।

স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ।মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী। ’

ফাইভারের পোস্টে আরও লেখা হয়েছে—‘মীরকে মিস করা হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা। ’

কোটা সংস্কার আন্দোলনে চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে গত মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours