আলহামদুলিল্লাহ।
পট্টিবাজ দরবেশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার! নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে হাতকড়া পরানো হয়েছে।
নিউ মার্কেট থানার মামলায় তারা সদর ঘাটে
এরেস্ট হয়।
আহ নিয়তি! সবই পার!!
দরবেশ বাবা বলে পরিচিত আমাদের সবার তথা গোটা দেশের অর্থনীতি, শেয়ার বাজার ও রিজার্ভ চুরির সাথে সম্প্রিক্ত এফ রহমানের জন্য শুভ কামনা।
দেশের বিচার বাবস্থা ধ্বসকারী, ভুল-ভাল আইনের ব্যবহার,
ডিজিটাল নিরাপত্তা আইন পাস, জণগনের কথা বলার অধিকার খর্বকারী প্রিয়
আপনাকেও স্বাগতম
আশাকরি বিদেশে পাচার হওয়া কিছু টাকা ফেরত আসবে

+ There are no comments
Add yours