ক্ষেপ্লা/তৈরা/ঝাকি জাল কিনুন | মাছ ধরার বিভিন্ন ধরনের জাল কিনুন | Khepla Net Price In Bd

Estimated read time 1 min read

Sale Click Here
www.azad24.com/product-category/category/fish/
WhatsApp : wa.me/8801933307999
Website : https://www.azad24.com/
আজকে আপনাদেরকে ঝাকি জালের দাম কত (cast net price in bd) এবং ঝাকি জাল কেনার সময় কি কি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ । আমরা মাছ ধরার জাল হিসেবে ঝাকি জালকে সবার উপরে রাখতে পারি । ঝাকি জালের সাহায্যে সহজে মাছ ধরা যাই। জাকি জাল ফেলাটা একটু কঠিন হলেও সামান্য পরিশ্রমে আপনি তা আয়ত্ব করতে পারেন। তাছাড়া ঝাকি জালের বাজার দর সাধ্যের মধ্যে হয়াই সবাই কিনতে পারে।



জাল কেনার জন্য যোগাযোগ
রাজশাহী।
+8801933307999

Facebook :
/ rajshahicity.official
Facebook Group :
/ 1942423312689046

মাছ ধরার জাকি জাল কিনুন সরাসরি পস্তুতকারক থেকে.Fishing net wholesale market in Bangladesh.net price.\

জালের বাজারে গেলে আপনি ঝাকি জাল সহজে পাবেন তবে কিনতে না জানলে আপনি ঠকে জাবেন । তাই পাইকারি জালের হাটে জাল কেনার সময় জালের কিছু বিষয়ে লক্ষ রাখবেন

১। ঝাকি জাল লম্বাই কত টুকু । আদর্শ মাপ ১২ ফিট ।
২।জালের ওজন কত কেজি। আদর্শ ওজন ৫কেজি
৩।জালে গাব দেওয়া থাকলে খুব ভাল ।
৪।জালের সুতা শক্ত কিনা।
৫।জালের ঘাই কত বড়।
৬।জালের দাম।
৭। জাল তৈরির পদ্ধতি কি রকম । জালটা কি হাতে বুনানো না মেশিন নুননো ।



অনেক ভাই জানতে চেয়ছিলেন খেপলা / ঝাঁকি জাল কোথাই পাওয়া যায় আর কেমন দাম । তাঁদের জন্যেই এই ভিডিও টি করেছিলাম ।
আশা করি অনেকেই উপকৃত হবেন।
ধন্যবাদ।
ক্ষেপ্লা/তৈরা/ঝাকি জাল কিনুন | মাছ ধরার বিভিন্ন ধরনের জাল কিনুন | Khepla Net Price In Bd

১।কোন মাছে সবচেয়ে লাভ বেশি

২।আইড় মাছ চাষ পদ্ধতি

৩। মাছ চাষে বেশি লাভের গোপন টিপস

৪।শীতকালে মাছের যত্ন।

৫।মাছ চাষে লবণের ব্যবহার

৬। চিতল মাছ চাষ পদ্ধতি



#ঝাকি_জাল #cast_net #azad24 #rajshahi #rajshahicollege #bangladeshicity #football #rajshahiblog f

মাছ ধরার জাকি জাল কিনুন সরাসরি পস্তুতকারক থেকে.Fishing net wholesale market in Bangladesh.net price bd 2023. #fishingnet #fishingnetmarket #fishingnetprice #pcnaimbd আপনারা জারা সরাসরি ব্যাবসা করার ইচ্চে। তাদের জন্য আমার এই খুদ্র প্রচেস্টা ভালো লাগলে সাবক্রাইব করে সাথে থাকুন। ৷ বাজারে আসবেন কিভাবে মোগরা পারা চৌরাস্তা কাইকারটেক বাজার মোবাইল ঃ সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

বর্ষা মৌসুমে তৈরি হচ্ছে মাছ ধরার জাল

এখন আষাঢ় মাস, বর্ষাকাল। বাংলাদেশে সাধারণত এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টির পানিতে নদী-নালা, খাল-বিল ভরে যায়। মাঝে মাঝে বন্যাও হয়ে থাকে। নদী, হাওর ও নিম্নাঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে যায়। এ সময় প্লাবিত এলাকার নদী-নালা, খাল-বিলে নানা রকম দেশীয় মাছ পাওয়া যায়।

আমরা মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের একবেলাও চলে না। বর্ষার সময়ে জেলেদের সাথে পাল্লা দিয়ে বাড়ে শৌখিন মাছ শিকারী। বছরের অন্য সময়ে নানা কাজে ব্যস্ত থাকলেও বর্ষার এ সময়ে মানুষ অনেকটা অলস সময় পার করে। ঘরে বসে থেকে তাই শখ পূরণের জন্য ও পরিবারের মাছের চাহিদার কথা ভেবে মাছ ধরে। এ মাছ ধরতে জাল প্রয়োজনীয় উপাদান।

আবহমান গ্রামবাংলার মানুষ গ্রীষ্মের ধান মাড়াই শেষে অবসর সময়ে নানা রকম জাল বুনতে ব্যস্ত হয়ে পড়ে। ঝাঁকি জাল, ধর্ম জাল ও ঠেলা জালসহ নানা রকমের জাল বোনেন তারা। তবে এসবের মধ্যে গ্রামাঞ্চলে ঝাঁকি বা তৌর জালই বেশি দেখা যায়। যদিও কেউ কেউ বাণিজ্যিক উদ্দেশে জাল বোনেন। অনেকে আবার শখ করে জাল বোনেন। এলাকা ঘুরে এমন জাল বোনার দৃশ্য চোখে পড়ে।

তেমনই এক দৃশ্য চোখে পড়লো বগুড়ার সোনাতলার গোবরচাপা বিলে। প্রাকৃতিক পরিবেশে আপনমনে জাল বুনে যাচ্ছেন একজন। তার পাশে বসে খোশগল্পে মেতে আছেন দু’জন প্রবীণ।

যিনি জাল বুনছেন, তার নাম শহিদুল ইসলাম অবো। বয়স ৫৫ বছর হবে। তিনি খুব নিপুণভাবে জাল বুনে চলেছেন। যে জালটি বুনছেন, তা কোথাও কোথাও ঝাঁকি জাল নামে পরিচিত। তবে স্থানীয় ভাষায় ‘তৌর জাল’ নামে পরিচিত। এ জাল বুনতে প্রয়োজন শক্ত নাইলনের সুতা, লোহার কাঠি ও রশি। এ জাল সাধারণত হাতে বোনা হয়। কারিগরের নিপুণ কৌশলে বোনা হয়। ঝাঁকি জাল বুনতে প্রচুর ধৈর্যের প্রয়োজন। একটি জাল বুনতে এক মাসও লেগে যায়। তবে একটানা কাজ করলে ১০-১২ দিনেই সম্ভব।

শহিদুল ইসলাম অবো জাগো নিউজকে বলেন, ‘আমি এ জাল বোনা আমার দাদার কাছ থেকে শিখেছি। ছোটবেলায় দেখতাম, আমার দাদা কাটামারি (ধান মাড়াইয়ের কাজ) শেষ করার পর এই জাল বুনতেন। তখনই আমি তার কাছ থেকে এ জাল বোনা শিখি। এ জাল বোনা যেমন কঠিন; তেমন সহজও। একবার মনযোগ দিয়ে শিখলে তেমন কঠিন কাজ না।’

তিনি বলেন, ‘একটানা কাজ করলে জাল বুনতে আমার মাত্র সাত-আট দিন লাগে। জাল বোনার পরে জালে লোহার কাঠি লাগানো কঠিন কাজ। খুব ভালোভাবে গভীর মনযোগ দিয়ে কাঠি লাগাতে হয়। আমার জীবনে অনেক জাল তৈরি করেছি। তবে তা বেচার জন্য না। নিজের জন্য। অনেকে আবার চেয়েছেন, তাদের বানিয়েও দিয়েছি।’

ঝাঁকি জাল সাধারণত ছয় হাত থেকে আট হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে। সাধারণত মাঝারি আকারের একটি জালে তিন কেজি লোহার কাঠি ও আধা কেজি নাইলনের সুতা লাগে। আর বড় আকারের জাল বানাতে চার কেজি লোহার কাঠি ও এক কেজি সুতার প্রয়োজন হয়। আকার ও মানভেদে জালের দামেরও তারতম্য আছে। একেকটি জালের দাম সাধারণত ১ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

পাশে থাকা কামারপাড়া গ্রামের প্রবীণ দুদু প্রামাণিক জাগো নিউজকে বলেন, ‘ছোটবেলায় দেখতাম এ গ্রামের ঘরে ঘরে তৌর ছিল। পুরুষ ম্যানষেরা গোবরচাপা বিলে তৌর দিয়া মাছ ধরতো। এখন আর দেখা যায় না। মাছই ধরতে চায় না কেউ। বাজার থেকে কিনে খায়। কেনা চাষের মাছ আর নিজের ধরা মাছ কি এক?’

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ কথা সত্য যে, আগের মতো আর এলাকায় এ ধরনের জাল তেমন বুনতে দেখা যায় না। এখন মেশিনের মাধ্যমে জাল বোনা হয়। তবে মেশিনের জাল ও হাতে তৈরি জালের পার্থক্য অনেক। হাতে তৈরি জাল নিখুঁত হয়ে থাকে। এ ছাড়া বেশ শক্ত ও টেকসই হয়। কালের পরিক্রমায় হাতে তৈরি জাল একসময় থাকবে না বলে মনে করেন প্রবীণরা।

Chat On WhatsApp

Please Contact with us for more details.

Call : +8801738775444

Whatsapp: wa.me/8801738775444

wa.me/8801933307999

Skype : azadarch

Our Website : https://www.azadservice.com/best-interior-design-company-in-bangladesh/

Email US : interiord2010@gmail.com

Youtube : https://www.youtube.com/

c/InteriorDesignBangladesh?sub_confirmation=1

Work : https://www.azadservice.com

Facebook Groups : https://www.facebook.com/groups/3633118173481556

Facebook Page : https://www.facebook.com/BismillahDesign

Linkdin : https://www.linkedin.com/company/interiordesignbangladesh/

Linkdin Groups :https://www.linkedin.

com/company/91375911/admin/feed/posts/

Instagram : https://www.instagram.com/interiordesignbangladesh/

Telegram for more information : https://t.me/Azadservice

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours