হ্যারিসকে ফুঁ দিয়ে উড়িয়ে দিলো ট্রাম্প, হলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট | Donald Trump

Estimated read time 1 min read

হোয়াইট হাউজের পথে ডোনাল্ড ট্রাম্প

কিছু কেন্দ্রে ভোটগ্রহণ এখনও বাকি থাকলেও নিজেকে ‘আগাম বিজয়ী’ ঘোষণা করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার বেশ কয়েকজন ঘনিষ্ট উপদেষ্টা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পেনসিলভানিয়ার মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে থাকার পর এমন পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১০টিতে। দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

আর বিবিসি জানিয়েছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

ঘনিষ্ঠ উপদেষ্টারা ট্রাম্পকে জানিয়েছেন, বর্তমান ফলাফলে তার সম্ভাব্য ‘বিজয় বিশ্বাসযোগ্য’। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফলাফল সম্পূর্ণরূপে নিশ্চিত না হলেও তাতে ট্রাম্প যে হারবেন, এমন কোনো লক্ষণ নেই। তাই তার আগাম বিজয় ঘোষণা করা উচিত।

Presidential results

From ⁦The Associated Press (AP)⁩ · Learn more

224

Harris

267

Trump

270 to win

64,748,952 votes (47.4%)

69,856,588 votes (51.1%)

The AP hasn’t called this race

  • Donald Trump 267 electoral votesRepublican Party69,856,588 votes (51.1%)
  • Kamala Harris 224 electoral votesDemocratic Party64,748,952 votes (47.4%)
  • Jill Stein 0 electoral votesGreen Party585,963 votes (0.4%)
  • Robert Kennedy 0 electoral votesIndependent574,372 votes (0.4%)

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours