মুসলিম ব্যক্তিদের মৃত্যুর পর গোসল করিয়ে তারপর কবর দেওয়া হয়। আর এই গোসলের সময় তাদের বরই পাতা দেওয়া পানি দিয়ে গোসল করানো হয়।
ইসলাম অনুযায়ী, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া। তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন।
মৃতদেহকে সঠিকভাবে গোসল দেওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো কুল বা বরই পাতা ও সাবান মিশ্রিত হালকা গরম পানি দ্বারা মৃত ব্যক্তির মাথা ও দাড়ি ধৌত করা। কিন্তু কেন গরম পানির সঙ্গে বরই পাতা মিশিয়ে গোসল করানো হয়? এর পেছনে কারণ কী?
বর্তমান আধুনিক বিজ্ঞান এই পদ্ধতির সঙ্গে একমত প্রকাশ করেছে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছে, বরই পাতায় রয়েছে বেশ কিছু এন্টিসেপটিক গুণাগুণ। বরই পাতা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একধরনের আঁঠালো প্রাকৃতিক নির্যাস পানির সঙ্গে মিশে যায়, যা মানব শরীরকে জীবাণুমুক্ত করতে এন্টিসেপটিক হিসেবে দুর্দান্ত কাজ করে।
+ There are no comments
Add yours