Hamza Choudhury | দেশে পা রাখলেন হামজা চৌধুরী

Estimated read time 2 min read

Hamza Choudhury is a professional footballer currently playing as a midfielder for Leicester City in the English Premier League. Born on October 1, 1997, in Loughborough, England, he is of Bangladeshi and Grenadian descent. Choudhury began his career with Leicester City’s youth academy and made his senior debut in 2017. Since then, he has made over 125 appearances for the club and was part of the squad that won the FA Cup in 2021.

Internationally, Choudhury represented England at the under-21 level, earning seven caps. However, in December 2024, he switched his allegiance to Bangladesh, his mother’s homeland, after receiving FIFA approval. This decision made him the first Premier League player to represent Bangladesh, a nation currently ranked 185th in FIFA’s world rankings. Choudhury has expressed a strong desire to elevate the standard of Bangladeshi football and inspire young players in the country.

bbc.co.uk

Choudhury’s connection to Bangladesh is profound, having spent time in his mother’s native village of Habiganj during his youth. He aims to use his experience to improve the football infrastructure in Bangladesh, hoping to create pathways for local talent to reach European leagues. He is expected to make his debut for Bangladesh in the upcoming AFC Asian Cup qualifiers.

yetfresh.com

Off the field, Choudhury is known for his distinctive hairstyle and commitment to community initiatives. He has been involved in various charitable activities and serves as a role model for aspiring footballers of South Asian descent.

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় সকাল ১০:৪৫ মিনিটে তিনি সিলেটে অবতরণ করেন।

হামজার আগমনে সিলেট বিমানবন্দরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই তাকে একনজর দেখতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং হামজাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে হামজা সরাসরি হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাট গ্রামে তার পারিবারিক বাড়িতে গেছেন। সেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গ্রামবাসীরা তার আগমনে আনন্দিত এবং তাকে স্বাগত জানাতে বিভিন্ন আয়োজন করেছেন।

আগামীকাল হামজা ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার অভিষেক হওয়ার কথা রয়েছে।

হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার অভিজ্ঞতা ও দক্ষতা জাতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours