বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। এ কথার সঙ্গে হয়তো কেউ দ্বিমত করবেন না। কারণ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে শাহরুখ খানের ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ সিনেমা জগতের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কয়েক বছরের বিরতি শেষে ২০২৩ সালে বড়াপর্দায় ফিরেই আবার ইতিহাস গড়েন শাহরুখ। তিনটি বড় হিট উপহার দিয়ে সবাইকে চমকে দেন। সে বছর এই অভিনেতা পাঠান দিয়ে বছর শুরু করেন। তারপর জওয়ান। তারপর ডানকি দিয়ে ভক্তদের মাতান শাহরুখ খান। তিনটি সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। কারণ কী? কারণ ছিল একটাই- তিনটি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।
Shahrukh.1
বলিউড কিং শাহরুখ খান। ছবি: সংগৃহীত
সিনেমা ছাড়া মুম্বাইয়ে তার বিশাল বাড়ি মান্নাত কতটা বিখ্যাত সে কথাও সবার জানা। প্রতিদিন হাজার হাজার মানুষ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন তাকে এক নজর দেখবেন বলে। তারা ভাবেন, হয়তো তাদের প্রিয় নায়ক বের হয়ে তাদের দিকে হাত নাড়বেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) হুরুন ইন্ডিয়া ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। মুকেশ আম্বানি, গৌতম আদানিসহ অন্যান্য ধনী ব্যক্তিদের পাশাপাশি তিনিও এই তালিকায় উঠে এসেছেন। বিনোদন জগতের মানুষের জন্য এটা একটা বড় ব্যাপার।
Shahrukh.2
বলিউড কিং শাহরুখ খান। ছবি: সংগৃহীত
চলতি বছরের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৩০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩৯৭ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’ ও ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ থেকে আয় তাকে এ তালিকায় জায়গা করে দিয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখের বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তিনি কলকাতা নাইট রাইডার্স-এর অন্যতম কর্ণধার। তৃতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন। নিজের ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স ও অভিনয় থেকে আয় থেকে তার সম্পদের পরিমাণ দুই হাজার কোটি রুপির।
Shahrukh.3
বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিভিন্ন খাত থেকে আয় করা এক হাজার ৬০০ কোটি রুপি নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তালিকায় পঞ্চম স্থানে আছেন প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশনস’-এর কর্ণধার করণ জোহর। তার সম্পদের পরিমাণ এক হাজার ৪০০ কোটি রুপি। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে এক হাজার ৫৩৯ জন ব্যক্তি আছেন। যাদের প্রতেক্যের এক হাজার কোটি রুপির বেশি সম্পদ আছে।
শাহরুখ খানকে আগামীতে তার মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে। সিনেমায় অভিষেক বচ্চনকে খলনায়কের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান, সম্পদের পরিমাণ কত?
প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ স্থান পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সিনেমা জগত থেকে জায়গা পাওয়া তারকাদের মধ্য থেকে এ তালিকার শীর্ষে রয়েছেন তিনি।
শাহরুখ খান
বৃহস্পতিবার শীর্ষ ধনীদের এ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের তথ্য অনুযায়ী, হুরুনের তালিকায় জায়গা পেয়েছেন বলিউডের বেশ কজন তারকা। এ তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ।
চলতি বছরের হিসাব অনুযায়ী, অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৪০০ কোটি টাকারও বেশি। অভিনেতার এই আয়ের মূল উৎস আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস।’
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। শাহরুখের ব্যবসায়ীক অংশীদারও তিনি। অভিনেতার ‘কলকাতা নাইট রাইডার্স’র সহ-কর্ণধার জুহি।
হুরুনের তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন হৃতিক রোশান। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ড ‘এইচআরএক্স’র মালিক তিনি। অভিনেতার সম্পত্তির মূল উৎস তার এই ব্র্যান্ডটি।
তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও করণ জোহর। যথাক্রমে তাদের সম্পদের পরিমাণ— ১৬০০ কোটি রুপি ও ১৪০০ কোটি রুপি। বিভিন্ন খাতে বিনিয়োগ করে এই সম্পত্তির মালিক হয়েছেন অমিতাভ। অন্যদিকে প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-ই মোট সম্পদের মূল উৎস করণের।
প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর বিরতির পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ। এ বছর তিনটি ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ও ‘ডাঙ্কি’উপহার দেন তিনি।
Please Contact with us for more details.
Call : +8801738775444
Whatsapp: wa.me/8801738775444
Skype : azadarch
Our Website : https://www.azadservice.com/best-interior-design-company-in-bangladesh/
Email US : interiord2010@gmail.com
Youtube : https://www.youtube.com/
c/InteriorDesignBangladesh?sub_confirmation=1
Work : https://www.azadservice.com
Facebook Groups : https://www.facebook.com/groups/3633118173481556
Facebook Page : https://www.facebook.com/BismillahDesign
Linkdin : https://www.linkedin.com/company/interiordesignbangladesh/
Linkdin Groups :https://www.linkedin.
com/company/91375911/admin/feed/posts/
Instagram : https://www.instagram.com/interiordesignbangladesh/
Telegram for more information : https://t.me/Azadservice
+ There are no comments
Add yours